আজ সারাদিন ফুটফুটে রোদ
ঘাসে মাঠে খেলে বেড়িয়েছে,
মেঘ কে ভয় পাইনি কখনো।


দেখতে দেখতে নেবে আসল
এক ভয়ঙ্কর মায়াবী রাত্রি
ওৎ পেতেছে শিকারির দল।
রাত্রির মুগ্ধতায় গ্রাস হয়েছে
অট্টালিকার জঙ্গল,
এখন সব শান্ত।


দূর প্রান্তরে নিস্তব্ধতার বুক চিরে উঠে আসে-
কিসের চিৎকার?
রাত্রির সুন্দরতার বুকে থাবা বসিয়েছে
হায়নার দল!
শরীর জুড়ে আঁচড়
শিরায় শিরায় হাড় ভাঙা যন্ত্রণা।
কেউ বাঁচাও!
না কেউ নেই! মেদিনী রক্তাক্ত!
আকাশ জুড়ে মেঘ দের শোক যাত্রা।
আবার সব শান্ত,
রাক্ষসেরা মনে হয় সব ছিঁড়ে খেলো!


আজ সকালের বাতাসে ভয়ের গন্ধ
কাদের যেন মেয়েটা কাল থেকে নিখোঁজ।
আকাশ জুড়ে কালো মেঘ
আজ বিদ্যুৎ চমকাবে,
রাত্রির হলে আবার শহর ঘুমোবে।