কোনো এক স্তব্ধ ভোরে
গোলাপ যখন বদ্ধ দলে
নরম শিশির গায়ে মেখে
ভাসবো দুজন ভাটার স্রোতে।


কোনো এক ব্যস্ত ভোরে
লাল দপাটি মাথায় গুজে
গাঁথবে মালা হরিণ সিঙ্গে।
বাঁধবো বাসা বাবুই নীড়ে!


কোনো এক ক্লান্ত ভোরে
তপন যখন মগ্ন ঘুমে
যাইবে জীবন নতুন নুরে
বাইবো তরী জোয়ার স্রোতে।
শুকনো গোলাপ অধরে রেখে
বুনবে নদী নয়ন মাঝে!।