তো জীবন রোমাঞ্চহীনতায় আক্রান্ত।
বদ্ধ পাইপ লাইনের একপ্রান্ত থেকে ওপর প্রান্তে
            প্রতিদিন কার সফর।
এখন আর কালবৈশাখীতে হয়না দেখা,
পিচ রাস্তার ধারে ভিজে চুলটা দেখে
                 কেউ আর হাসেনা।
পূর্ণিমাতে কুয়াশার দেখা এখন পাইনা,
আদ্র বাতাস আর মনের ক্লান্তি মুছে দেয়না।
এসব'ই এখন বন্দি কেবল কলমের রক্তে,
হৃদয়ের জট ক্ষত বিক্ষত হয়ে,
হয়তো কখনো ঝরে পড়বে কোনো পাতার বক্ষে।


ঘড়িতে তিনটের অপেক্ষায় আর থাকিনা
মন আর অপেক্ষারত হয়ে ফিরে আসেনা
দেড়টার ঘণ্টায় চঞ্চল চোখ
                 এখন স্থির'ই থাকে।
এ সব'ই এখন বন্দি কেবল আঙুলের ভাঁজে,
নিকরোলে হয়তো বেরোবে শুধু মাত্র কিছু শব্দ হয়ে।


এখন বরং বেশ আছি ছাই গুলোকে মেখে
মাঝে মাঝে ভারী লাগে বুক পকেটের নিচে।


আজও কালবৈশাখী বয়ে চলে যায় শহরের বুকে
স্বপ্নের চারা গাছ ক্ষত বিক্ষত,
বুকটা এখন অনেক হালকা ময়লা গুলো ধুয়ে।


আবারো দেখা হবে, কালবৈশাখীতে নাহয়
কেবল'ই গোধূলিতে কিছু ক্ষনিকের তরে।
পশ্চিম আকাশের ন্যায় অপ্লুত হয়ে উঠবে মন,
চকিত দৃষ্টি আবদ্ধ হবে সেই মায়াতে,
সারা বৈশাখ জুড়ে নয়, কেবল'ই কিছু ক্ষনিকের তরে।।