পদ্ম পাতায় শিশির বিন্দু, হলে তুমি
                              ক্ষতি নেই।
ভোর সকালে স্নিগ্ধ জলে, গা-ভাসালে
                              ক্ষতি নেই।
বর্ষা বিকালে দোর ভাসাল
                              ক্ষতি নেই।
একলা ঘরে, বদ্ধ দ্বারে, চাইলে আমায়
                              ক্ষতি নেই।


ক্ষতি নেই,
জানলা খোলো জ্যোৎসনা রাতে
দমকা হাওয়া নিভোক বাতি
                              ক্ষতি নেই।
একলা পথে বৃষ্টি নাবুক ভিজবো একা
               তাতেও কোনো ক্ষতি নেই।


যদি মনে পড়ে কোনো মাঝ রাতে
শূন্য তালু তে খুঁজে কোন লাভ নেই
এলোমেলো ছবি খুঁজে দেখো যদি
বাসি স্মৃতি পাবে খালি
                 তাই খুঁজে লাভ নেই।


কুয়াশা ঘেরা মাঠে স্মৃতি যদি ডাকে
ছুটে গিয়ে দেখো খালি
গোলাপ খুঁজে লাভ নেই।
মনে হয় যদি
প্রেমিকের চুম্বনে খালি বিষ ছাড়া কিছু নেই
ভুল পথে তুমি হেঁটেছ রমণী
সাগরে নোনা জল ছাড়া কিছু নেই।


যদি হাঁটা পথে কখনো একা লাগে
ডাকলে আমায়, আসবো ছুটে
                               চিন্তা নেই।
অগোছালো ভাবে রেখেছো কি কারণে?
               জানি হারিয়ে গেলেও ক্ষতি নেই!
তবু মনে হয় যদি আলো জ্বেল খালি।
দরজা বন্ধ রাখলেও ক্ষতি নেই!
ক্ষতি নেই! ক্ষতি নেই!