১.
বসন্তের ছোঁয়া পেতে চাও তাই এসেছো বুঝি?!
--গ্রীষ্মের কাঠফাটা রৌদ্র ছুঁয়ে থাকতেও রাজি!
তাহলে চাও কী?
--চাই শুধু দু-চোখে আকাশের নীল গিলে খেতে।
আর?
--আর চাই শ্রাবনের বৃষ্টি ছুঁয়ে থাকতে
তবে আমার থেকে কি চাও?!
--চাই শুধু তোমায় নিজের আকাশ করে রাখতে।।


২.
"রাত্রে যখন শীতল বায়ু পাহাড় বেয়ে নাবে
মনের মাঝে আল্তো-মৃদু শিহরণ কি জাগে?


ইচ্ছে করে উষ্ণ হতে?
আগুন ছুঁয়ে দেখতে!
সেই ক্ষণে কি তার কথা মনের মাঝে আসে?


তবে জেনো পৃথিবীও চাঁদের প্রেমে পড়ে
শুধু জোৎসনার লোভে।"


-- 'হ্যাঁ পাথরও চায় উষ্ণ হতে
    শুধু রৌদ্রের ছোঁয়া তে
    পৃথিবীও ভিজেছে শুধু চাঁদের জোৎসনা তে।


    গভীর রাতে তীব্র শ্বাসে চেয়েছি তোমায়
     দোষ কি আমার তাতে?!'