রাত্রী;
এই রাত্রী কত কিছু নিয়ে আসে,
তাই না?
বিশ্রাম-শান্তি-ক্লান্তি, কত স্বপ্ন,
আর কিছু স্বপ্ন ভাঙার শব্দ।
শুনেছ কোনো দিন?
না, তুমি শুনবে কি করে,
তুমি তো এখন স্বপ্ন গড়ায় বাস্ত।


আমি দুমড়ে যাওয়া ঘাসের
বেড়ে ওঠার প্রচেষ্টায়,
খুঁজে পাই আমার ভালোবাসা।
অনেক আগলে রেখেছি তাকে,
তুমি আর তাকে মারিওনা।


আমি চায়ের পেয়ালার
শেষ চুমুকের পরে,
তাতে দেখতে পাই আমার আশা।
অনেক কষ্টে বেঁচে গেছে এইটুকু,
তুমি আর তাকে ধুয়ে ফেলনা।


আমি তপ্ত চিতার
উত্তপ্ত স্ফুলিঙ্গের ছোয়ায়,
এক ফালি সুখ খুঁজে পাই।
অনেক স্বপ্ন সেখানে পৌঁছানোর,
তুমি আর আমায় বাধা দিওনা।


রাত্রী;
এই রাত্রে আমি আর শুনতে পাবনা,
স্বপ্ন ভাঙার শব্দ।
তবে তুমি পড়বে,
ব্যার্থ স্বপ্ন গড়ার গল্প।


আমি আকাশের এক কোণে বসে,
মিট মিট করে দেখবো তোমাকে।
আর তুমি রঙিন স্বপ্নে,
খুঁজে পাবে আমাকে।
আবার প্রভাতে,
হারাবো একে অপরকে।।