রংতুলি সুখ টেনেছিল
জীবন চিত্রের, বাগানটি রাঙিয়ে উঠেছিল।
শুধু কিছু মুহূর্ত! অল্প মুহূর্ত!
তারপর, আকণ্ঠ দুঃখ পান করে,
জীবন কাঁটা তারে জড়িয়ে পরে।।


শুকনো স্বপ্ন গুলো, একে একে ঝরে পড়া
শক্ত জুতো গুলোর নিচে দুমড়ে যাওয়া।
শুধু কিছু মুহূর্ত! অল্প মুহূর্ত!
তারপর একরাশ বিষাক্ত ধুঁয়া, বাতাসে ভরে ওঠা
অ্যাসিড বৃষ্টিতে তাজমহল ক্ষয় হওয়া।।


শীতের সূর্য ঝাপসা হয়ে ওঠা,
ডায়রির শেষ পাতাটি আর একবার খোলা।
শুধু কিছু মুহূর্ত! অল্প মুহূর্ত!
তারপর কালো ছাই হয়ে ভেসে যাওয়া।।


....................................