চোখ খুলে উঠে দাঁড়াই;
ভিজে ঝাপটা এসে লাগে মুখে,
এখনো বৃষ্টি থামেনি।
কিছু আগেই হিংস্র কাদা জলের স্রোত;
টেনে নিয়ে গেছে সমস্ত সবুজের আয়োজন।


সূর্য ওঠার আগেই
সাগর উঠে এসেছে দাওয়ায়,
আগুন নিয়ে সব উঠেছে ছাদে, নয়তো বা মাচায়।


“যা যাওয়ার সব চলেই গেছে!
আমিই বা আর আছি কেন?!
কেউ জানেনা সাগর তলে
আছে আমার বাড়ি খানি লুকানো।
লাল জলে আজ সবুজ কোথায়?
কোথায় পাবো পেটের ভাত?
আসার আগেই সব গেছে নিয়ে
যাদের হাতে আসার কথা!
আমার সংগ্রাম তাই দাঁড়ায় উঠে,
শবের পাশেই; জ্যান্ত লাশ!"