রাত্রির জেগে আড্ডা গুলো, নিঃশব্দেই থাক
বন্ধু তুই নাহয় মনের মাঝে শব্দ ছুঁয়ে থাক।
স্বপ্ন গুলো কালো মেঘে লুকিয়ে জেগে থাক,
পাইন বনে স্মৃতি গুলোর,
শুকনো ঘাসে আল্পনাটা আঁক।


শীতল কাঁচে শিশির পরে,
ঝাপসা আড্ডা গুলো।
বেলা শেষে চোখের জলে
বুঝবি যখন শব্দটাকে,
নাড়িয়ে দেখিস কাঁচের বোতল
দেখতে পাবি সেই আল্পনাকে।


বন্ধু তোদের আসরটাকে
জাগিয়ে রাখিস জীবন ধরে।
হঠাৎ করে শুকনো ঘাসে পা পড়লে,
কাঁদিসনা আর বদ্ধ ঘরে।
স্বপ্ন গুলো কালো মেঘে বৃষ্টি, হয়ে নাবে
স্মৃতি গুলো বন্দি থাকুক এই মেঘ পাহাড়ের দেশে।।