শরীরের গন্ধ গুলো আজ ভীষণ চেনা
ভালোবাসার কাছে মনের রাস্তা
                হয়তো এখন অজানা।


হয়তো কোনো সুপ্ত সুখ লুকায়িত
বিছানার ওই নোনতা স্বাদে
তাই প্রেম আগে শরীর খোঁজে,
নাকি কোন সম্বহীত অনুভূতি
বারে বারে প্রেমকে শরীরের খোঁজে ঠেলে,
ভরা বসন্তে কোকিলের ঘুম ভাঙাতে!?


নীল মনের আজ ভীষণ অভাব, লালসায় সব ভরে
হৃদয়টা আজ ক্লান্ত ভীষণ, নাটুকে প্রেম দেখে,
বিশ্বাসটা আজ ধুলোয় মিশে
বাস্তব গেছি বুঝে।


ক্লান্ত সুরে কোকিল ডাকে প্রেমে বসন্ত রোজ-ই,
শরীর তো এখন সবাই বুঝে,
হৃদয়টা আর কে হাতড়ে দেখে।
প্রেম মানে আজ শরীর আগে,
হৃদয়!? সে তো শরীরের মধ্যে থাকে।


নষ্ট হতে ইচ্ছা করে বাস্তবটাকে বুঝে
বুকের ভিতর শুস্ক আগুন আজও তোমার পুরাতনকে খুঁজে।
আজও কিছু প্রেম শরীর নয়,
আবেগ গুলোকে বুঝে।।


...................................