'তৃষ্ণা;
মনে পড়ে নামটা?
ছাড়ো তোমার যা ভুলো মন!
আমি'ই মনে করিয়ে দিচ্ছি,
তোমার প্রাক্তন!
কি মনে পড়ছে?
"চির বসন্ত তোমার যৌবন
                 যুগ যুগ ছুঁয়ে থাকবে এ হৃদয়"
মনে পড়ে শব্দ গুলো?
সকালের সূর্য হয়ে দেখা দেবে বলে
যে অমাবস্যার চাঁদ হয়ে যায়
তার আবার এসব কি মনে থাকবে!


এক কাপ চায়ে তুমি আমায় চেয়েছিলে
তারপর প্রতিটা মুহূর্তে কেবল দূরে সরে গেছ


সে এক সময় ছিল
একটি মুহূর্ত চোখে হাড়ালে
তোমার পাগল দুচোখ
গোটা চারিদিক খুঁজে বেড়াতো আমায়,
এই অনুভূতি গুলো নিয়েই বেঁচে আছি
নাহলে কবেই.....!
ছাড়ো!


আচ্ছা মনে পড়ে
বসন্তের প্রথম রংটা মাখানোর জন্য
উন্মাদের মতো সাত সকালে এসে
দাঁড়িয়ে ছিলে আমার দরজায়
দু-মুঠো আবির লাল আর হলুদ
গোটা মুখ ভরিয়ে দিয়েছিলে
আর বলেছিলে;
'লাল হলো ভালোবাসা
আর হলুদ হলো বন্ধুত্ব'
আমাদের বন্ধুত্বে ভরা ভালোবাসা কখনো শেষ হবে না।


সে বন্ধুত্বে ভরা ভালোবাসা আজ বিলীন
চলতে থাকে পথিক যেমন দিগন্তে বিলীন হয়ে যায়
তুমিও মিলিয়ে গেলে।
আমার জীবনে ভরিয়ে দিয়ে গেলে
একাধিক ভালোবাসার চাপ।
"তৃষ্ণা আমার ভালোবাসা" থেকে আজ "তৃষ্ণা একটি মেয়ে" তোমার কাছে।


এখনতো আর আমি নেই
শান্তিতে আছে তোমার স্বপ্ন র সময় গুলো?'--


জানি আজও দেখা হলে এই হাজারো অভিযোগ ভরিয়ে দেবে মুহূর্তে।
তোমার ভালোবাসার তৃষ্ণায়
গোটা বুক ধু-ধু মরুভুমি হয়ে আছে।
তোমাকে নিজের বানানোর চেষ্টায়
আমার থেকে চাওয়া সময় টুকু তোমায় দিতে পারিনি
তোমাকে দেওয়া কথার বেছুট হয়েছে কতবার
তার হিসার নেই।
তাই ভেবেছিলে আর ভালোবাসি না তোমায়,
অবশ্য ভাবার'ই কথা!
তাই দূরে সরিয়ে দিলে!
বুকে পাথর চাপিয়ে কত পথ একা হেঁটেছি,
আজ তোমাকে নিজের করার মতো সব'ই আছে
শুধু তোমাকে গিয়ে বলার অধিকার টুকু হাড়িয়েছি।


আজও বসন্ত পূর্ণিমা,
এই বসন্তেও চাঁদ উঠেছে,
আকাশে বাতাসে প্রেমের ছুঁয়া।
তুমি নেই যে জীবনে
তাই এই সাদাকালো জীবনে
রং এর ছোঁয়া আর লাগায় না।
এ শুস্ক মুরুভুমিতে ভালোবাসার খোঁজও আর করিনা।
তাও আজও সবাই কে বলি;
'তৃষ্ণা শুধু একটি মেয়ে না,
তৃষ্ণা আমার ভালোবাসা।'