তোমার সাথে আমার খেলা
অসীম সুরের ছন্দ
কালোর সাথে সাদার হোলো
মিলন মহাদ্বন্দ,
পারবে আমায় বাধতে ধরে
মহাকালের বেলায়
অলস আমি তোমার সাথে
নিরাকারের খেলায় ।
তার সাথে যে চির খেলা
তোমার বেলাও তাই,
খেলতে এসে হারিয়ে দিলে
ক্লান্ত আমি, যাই ।
খেলা এখন শেষ হলো যে
যাবার হলো সময়,
বিদায় বেলায় অশ্রুজলে হে
পার করো আমায় ।
মহামিলন দ্বন্দে আমি
হারিনি যে আজও,
বার্তা আমায় জানিয়ে দিলো
রঙের বিশাল কাজও,
সেই বারতাই জানবে তুমি
কালে কালে বলে
খেলার ছলে যখন তুমি
নিবে আমায় কোলে ।