এই পৃথিবী যবে মিলিয়ে যাবে; -
ওই নেবুলাপারে মহাশূণ্যের অন্ধকারে,
কোয়ান্টাম তত্ত্বে ভর রূপান্তরিত হবে শক্তিতে,
এনট্রপির মান অতিক্রম করবে অসীমরেখা,
সেদিনও, হয়তো কোথাও,অন্য সুরে
না চিনতে পারার গান গাইবে কেউ।
ভূগর্ভের সান্দ্র রক্তিম ধাত্র বিদীর্ণ করে
বেরিং প্রণালীতে উৎসারিত হবে লাভাপ্রপাত।
সেদিনও কোনো জীবনস্তরে বাজবে ঝংকার,
সূর্যস্পর্শ করে প্লাজমাঝড়ে বিলীন হতে।
এবং দিগংশে ভেসে উঠবে, মনে হয়;
অজানা কয়েকটি কথা, যা আজ পারিনি বলতে।