আবার সূর্য উঠবে, এ রাত্রিযাপনের পর,
কবিতার আনাগোনা বাড়বে মুক্ত গগনে।
অলিখিত কিছু স্বপনচিত্র ভেসে বেড়াবে
দেউলিয়া বাতাসে। কাশের ঘ্রাণ মেখে
কিছু ছবি বিদায় নেবে অনিবার্য অন্তিমতায়।
ওই সাদাপোশাকের সহযাত্রীর আপেল-কলাতে,
বিমানের উড্ডয়নের মুহূর্তের অনুভূতিতে
কিছু রঙিন গুটেনবার্গ হরফ প্রাণ হারাবে;
ছন্দ, ভাবনার বুনট, শব্দচয়নের অভাবে।
কবিতা জন্ম নেবে, অনাহুত প্রত্যুষে,
কবির অনাদৃত রাতের বেদনাক্লিষ্ট প্রসবে।
অল্প কিছু মাস্টারপিস পড়ে থাকবে ধুলোয়,
সমালোচক আর সম্পাদকের মসীর প্রক্ষালনে
নির্বাসিত হবে নিশীথকাব্য, নক্ততার নরকে।