আমি ঘাসের বুকে লুকিয়ে থাকা মুক্তো খুজেছি ,
হৃদয়ের ভিড়ে হৃদয় দিয়েছি  ,
কালো পাথেরের মাঝে
রেখেছি নবান্নকে জমা,
মিথ্যে হিরের আসায় -
পাথরের ওপর পাথর সাজিয়ে  
তাজমহল ভেবেছি্‌ ;
কৌমদিকে কাপড়ে মুড়ে  
রেখেছি ঘরের কোনে
রং তুলি নিয়ে
স্বপ্ন এঁকেছি
ছাপিয়েছি তা চোখের জলের বানে ।  
আমি কেঁদেছি ,
হেঁসেছি ,
বলেছি কথা অকারন
নিজের থেকে নিজেকে লুকিয়েছি
লুকিয়েছি ভুলের সাতকাহন ।।