প্রতিদিন মোমের মতো আমি গলছি
তপ্ত বাতায়নে নিজের
চেনা ছবিটাকে ফেলেছি পুড়িয়ে ,
অচেনা প্রতিটা পদক্ষেপ
আকাশে মেঘ আরও ঘন
একটা একটা করে ঝরছে -
বৃষ্টির অক্রিত্তিম ফোঁটা
ছুঁয়ে যাচ্ছে আমার কপাল ,চোখ , ঠোঁট -
আমার উন্মুক্ত দুহাত ভরছে তার ভালোবাসা
আরও জোরে কেন পরতে পারে না সে
ঝরে পরুক আমার সমস্ত অঙ্গে
ঝড়ো হাওয়া , মেঘ ঝাপটা দিচ্ছে মুখে
উষ্ণতা আরও বাড়ছে
আরও কয়েক পশলার প্রতীক্ষাতে
বন্ধ দুচোখ আমি দাড়িয়ে
দুহাত আমার আকাশ ছুঁতে চাইছে
মনে পরছে সেই ছেলে বেলার গান
" বৃষ্টি পরে টাপুর টপুর      
    নদে এলো বাণ "
নদে নাই বা বাণ এলো আজ ,
তবু বৃষ্টি আসুক
ভাসিয়ে দিক আমায়
তার নিজের মতো করে
ভুলিয়ে দিক আমায়
আমার মতো করে
আমি আবার গেয়ে উঠি
সেই ছেলে বেলার গান
"বৃষ্টি পরে টাপুর টুপুর
নদে এল বাণ "