আজ ভরা পূর্ণিমার তৃতীয় রাত
এক রাশি আলো নিয়ে
চাঁদ উঠেছে গগনে,
মিষ্টি চাঁদের আলোয়
উঁকি দিচ্ছে বারে বার,
কিন্তু আজ আকাশের মন খারাপ
মেঘে ছেয়েছে আকাশ।
আলোর গুচ্ছ মাটিতে পরার তাড়নায়
ছুটছে অবিরাম শত বাঁধা অতিক্রম করার,
মেঘমালা কে ফাঁকি দিয়ে
চাঁদ খানা হাসছে বারে বার।
এ যেন চাঁদের লুকোচুরি খেলা,
প্রকৃতির এই অপার লীলা
নিজ চোখে দেখার সৌভাগ্য হয় না সবার।
ধরণীর আকাশে আজ বসেছে মেলা
তার সাথে পাল্লা দিয়ে মেঘের কণা
বৃষ্টির ফোটায় ঝড়ে পরছে
কিসের তাড়া খেয়ে খানিক বাদে বাদে।
আলো আধারের এই খেলায়
প্রকৃতির প্রেমে চরম তৃপ্ত ধরণী ।
তার সাথে আলোর জ্বল কানী
মেঘের গর্জনে থমকে গেছে পবন,
নিস্তব্ধতার বুক চিড়ে ঝি পোকা'র
ঝিম ঝিম শব্দে জনমানব হীন
শূন্য আকাশের নিচে ঠাই দাঁড়িয়ে
আমি একা, নিঃসঙ্গ'তা গ্রাস করছে আমায়
      তবু আমি একা নই
সৃতি'র পাতা থেকে তুমি এসে
সঙ্গী হয়ে সঙ্গ দিচ্ছ আমায়,
তবু কেনো মনের আকাশে
  অমাবস্যা'র আধার।
নৈঋতে চক্ষু যুগল ঝাপসা আলোয়
খুঁজে বেড়াচ্ছে তোমায়
তবু তুমি নেই আমার হৃদয়ের আঙিনায়,
স্রষ্টার সৃষ্টির রাজা লীলা অনুধাবন করছি একা,
মেঘের কণা গুলি বৃষ্টির ফোটায়
স্বচ্ছন্দে  মাটিতে লুটে পড়তেই
স্বস্তির আবেশে শান্ত হৃদয়
একাকীত্বের র’শানলে অস্তিত্ব থেকে
অস্তিত্বের বিলীন হওয়ায় পরিশ্রান্ত আমি,
রাত জাগা পাখির মত নিজেকে
আড়াল করেছি বৃষ্টির আলিঙ্গন থেকে
কিন্তু বৃষ্টির ঝনঝন শব্দে
শান্ত কোমল পবনে শান্তির দীর্ঘশ্বাস
তবু তুমি পাশে নেই আমার,
আচমকা সময় স্রোতের ধারায়
বয়ে চলছি এক অচেনা অববাহিকায়।