ছায়া ছায়া করে কাঁদিস কেন?
সূর্যের পানে চল,
না-চেয়েও তোর পেছন-পেছন
ছুটবে ছায়া দল।
বুঝি ছায়ায় আরাম মেলে
তাপের তপে জ্বালা,
স্নিগ্ধ ছায়ায় মিষ্টি মায়া
সূর্য পুড়ায় কালা।
ভুলিস না সেই সূর্য হতেই
জীবের লীলা চল,
খাদ্য ও আসে সেই আলো চাষে
শক্তি, আকুতি, বল।
সেই সূর্যকে কেন্দ্র করে
এই ধরণীর চলা,
যুগ যুগ ধরে সেই পথে ধরে
চলছে গ্রহ মালা।
দেখার ধরণ না জানলে
চোখ ধাঁধানোও মেলে,
তখন কিন্তু নেত্র হারাবে
আঁধারে দুচোখ ফেলে।
সেই সূর্যের আলোক ছটায়
দেখি যাই চোখে পাই,
সূর্য ভিন্ন অগ্নি আলোক
দ্বিতীয় কিন্তু নাই।
চন্দ্র কিন্তু হতে পারো তুমি
কিংবা শিশির বিন্দু,
তাঁর আলোকেই পূর্ণ হয়ে
আলোকিত করো সিন্ধু।