‘পারো তো এসো’- ফেলে আসা নারীকন্ঠ আর্তনাদ যদি শোনায় --       অবচেতনে,
এতটুকুও উথাল-পাথা্লে অভ্যস্ত নও তুমি, জানি
ফিরে আসবে দ্বিধাগ্রস্তের মোহমায়ায়,
সে চায়
অতীত লীলামহলের  কোনো  দরজায় প্রবল কড়া নাড়ুক
                            পদাতিক শব্দেরা ,


‘জল দাও’ বলতেই কেঁপে ওঠা
        চোখের ছাউনিতে
           বসন্ত বৈরী
আনে তছনছ  কার্ত্তিকবাতাস,
ধুলোট মলাট ,   আস্তরণ ছেড়ে
উড়ে উড়ে যায় মিহিন  দীর্ঘশ্বাস


সামান্য ঘুলঘুলির ফাঁক দিয়ে তখনও আলোর আলপনা...।


কোজাগরী রাতে
ব্রতকথা পড়ুক  লক্ষীমন্ত মেয়ে।