ভেতরে সবক’টা আলো জ্বললে বাইরেও বিজলি বাতি শহর জ্বলে।
অতিরিক্ত হ্যাঁ বলার থেকে
            একটু না’ বলা  শিখেছি,
কত সকাল  চোখ খোলা রেখেও  তুমি দেখ না
             ফুলেদের ফুল হয়ে ওঠা ,
             শিশিরজলে তাজাস্নানে
   অপরূপ দেখেছি ঈশ্বরী দূর্বাঘাস যেদি্ন ,
        গৃহবন্দী ধুলো ঝেড়ে সেদিন
                     বেপরোয়া এক সকাল ...
               হেঁটে যেতে চাইছি
          বলিরেখার মত অলিগলি...মায়া,
                      প্রশস্ত রাজপথ
কেউ টানছে না,  ভেতর থেকে  বলছে না কেউ ...
---
'        যাবেই যদি ,  আজই কেন ?

যেখানে গল্প শেষ ,  শব্দজব্দ খেলা আর ভাল্লাগে না।