কিছু আছাঁকা কথা এমন অলসদিনে
কাঁপিয়ে দিচ্ছে অন্তরাত্মা ---
আজও কিছুদূর ঠেলে নিয়ে গেল
আরো একটু যাবে হয়তো...


ভাড়াটে  মলিন  সংক্রমণ
জমা জলে ক্ষোভের শ্যাওলা,
সংক্রমণ পা ছড়িয়ে যাচ্ছে পায়ে... গোড়ালিতে
হাঁটু অব্দি উঠে যায় যদি
পা উঁচু করে জুতোজোড়া খুঁজি , জুতোর ফিতে ধরা দেয় না
বারান্দার গ্রিল, পুরনো জালে মাকড়সারা ,
ধরা দেয় না...


পরস্মৈপদী সব
জালে জড়ানো মাছেদের  জেলে হয়ে ওঠা হয় না।
মনের মধ্যে মিশে থাকে উঁচু গ্রিলের অনুকম্পা
কোন কৌতূহল ? নাহ্‌ ...