১)
আঁধারটা জ্বালিয়ে রেখো
আলোয় মানুষ সচরাচর লুকোতে জানে না।
আর যাই হোক,
খানাখন্দ উপহারে  
পথকে অন্তত
          পথ বলে ভাবা যায়...
২)
অসাম' অসাম'  ফিরছে বোল
কুয়াশার খামতিটুকু ঢেকে রেখেছে শুকনো শাড়িতে
আজ কতটা হেঁটে এলে?
ফিরবে কখন মশহুর
ঠিকানা ,চাঁদের বিভোর মেখে
গ্লবিউলস্‌গুলো... বড্ড অচেনা।
৩)
যেদিকটায় কেউ যায় না,
দু’ চারটে অক্ষর ঝুলিয়ে পাহারাদারেরা ফিরে গেছে
তৃতীয় রাতে
শব্দ ভাঙ্গছে
মচকানো তালা,
বড্ড জ্বালাস্‌
পায়ে পা মেলানোর কথা তো এলই না।