বারুদের ভাষা আন্তর্জাতিক ,
বিস্ফোটক কিছু !
সমুদ্রযাত্রায় সফর এলে মোহনা থমকে যায় ,
থৈ থৈ জল ,কৃষ্ণকায়া নদীর ভেতর যেভাবে চলাচল
উৎসব এলে রঙ্গিন হয় কতিপয় সম্পর্কের ঋত,
অ্যাসাইলাম ঘুরে যাওয়া বসন্ত , আজও অর্বাচীন
রহস্য বুঝিনে
সোনাঝুরি আলোয় কখন সেগুন মঞ্জরি  বিধুর...
বৃষ্টিও তেমনি
অভিমানী... প্রেমিক গওহর , পরম
যত্নের কাছে জমাট কুয়াশা মুখ!
হাওয়ার অবুঝ এসে ভেঙ্গে  দেয় পাতার ঘরবাড়ি...


ন্যাতানো বারুদ কথা বলে না।
আগুনে দেবার আগে সেঁকেছ কি?