ছবিতে কি পায়রা ওড়ানো যায় না?
      কবিতা নয়,  
          ফুল ছেটাচ্ছে জল ,    
                  আকাশের দিকে
হিমশীতল,মায়া- দর্পণ  কোন সহজ চরিত্র হতে পারে না?
                
                   দৃশ্যান্তর
ফয়েলে মোড়া দিন ,হাই তুলে--- ফটোগ্রাফ থেকে খসে পড়ছে রং , বলতো কে কার স্মৃতি বাঁচাবে ?
         শুয়ে আছি মরে গেছি ,
             পাশবালিশের হাসি হয়ে ঝুলছি একপাশে
পর্দাটা উঠে গেছে কখন কেউ জানে না....


    কথার ভেতর , আওয়াজের মতন
         নড়াচড়া কিছু পুতুলবৎ...
              নানাপ্রান্তের ভঙ্গিমা শুয়ে আছে
                   প্রত্নপ্রস্তর!


কাট মোশন,নকশা তুলে নিচ্ছে পুরনো হাভেলি থেকে শহর,
মশকলি , নাহ, কবিতা নয় রে, ...
          দৃশ্য তবে
               চলুক।