আরক্তচোখে গুলাল ছেটাল
মুচকি হেসে দেখেছিলাম তার অপারগতা


নিঃশ্বাস ছুঁয়ে বাস্প বিনিময়
কাঁধ এবং উরু ... স্পর্শদোষে মাতাল
মগ্নতায় ঢাকা পড়েছিল ছায়া এবং সংলাপ


দু'চোখের সীমানা পেরিয়ে অবশেষে ভ্রু’তে
ধরা দিল সমস্ত স্থাবর-অস্থাবর – জঙ্গম


এইখানে
পাতার আড়ালে শুয়ে ছিল  ময়ালসাপের চিতা
এমন হুবহু বিকেল বোধহয় আর ফিরবেনা


শেষ ট্রেনটাও চলে গেল ...