অতঃপর
     সংসার যেমন ...
জলের উপর  সর ...পুরু আস্তরণটি শেওলার ,
                 ডাঁটিসুদ্ধ কমলকলি,
জিভের ডগায় কান্নার ঘা্‌ম
চিবিয়ে খেতে দেখেছি !
আজও  
যারা এপাশে  আগলে রেখেছে  সংসার
বন্ধু এবং গেরস্তালির ধস--
পায়ের তলায় গোলাপি সর্ষে , ভ্রমর সঙ্গী  সম্মতি নেই,
কিছু প্রতিক্রিয়া... যেমন দ্রৌপদীর না-বাঁধা চুল
তবুও তলিয়ে  যেতে দেখি
মিহিবালির   চূর্ণ  জলে সুবর্ণ নদীর বেনীআসহকলা ,
জাতকলগ্নে খসে পড়া নীল তারা
               নীল তারা...


কেউ জানে না
কেউ জানে না
পদস্খলন বোঝাও কত না  দুষ্কর!