ফুরিয়ে যাচ্ছি বসন্তে
শিমুল - পলাশের মন্দ মেখে ...


খনির ভাঁজে পাতার ফসিলের মত
গান পাহারা দিচ্ছে পুরনো রেকর্ড ,


পুরনো প্রেমিকের মতই অবাধ্য কলম
খুঁড়েই চলেছে নদীর পাতাল ...
শরীরের  দোষ কি বল?
অসুখের নামে যে তৃপ্ত অলংকার ... জড়িয়ে থাকে সারাক্ষণ


নির্বাসিতা... এ শহর
বহুকাল পর বুলবুলির গান শুনছে ।