বামনের চাঁদ ছুঁয়ে আসে সবাই, আমি ব্রাত্য হয়ে থাকি।
এই ছুঁয়ে থাকার হাতগুলো অদ্ভুত আলো দেয়
জ্বরগ্রস্ত
গরল
কথাদের বলি শস্য হও।


তোমার নীরবতাকে ভাবি  পাখির  সম্মোহন
মনে হয় আজও বুঝি প্রতীক্ষাতেই আছ।।


পুরনো টিনের তোরঙ্গে কিছু  জলহাওয়ার চিঠি,
লণ্ঠনের চিমনিতে জাল বুনে গেছে বুড়ো মাকড়সা,
ধুয়ে মুছে সাফ রাখি...


রিপার যন্ত্রে কাটা পরছে আমন ধানের হাসি
এসো নাহয় কার্তিক কার্তিক খেলব দুজন।