মগজে আলো দেবে তাই

যতক্ষণ জ্বলে যেতে দেওয়া যায়
লাজুক শিখাটিকে
ঢেকে রাখি সযত্নে হাতের আড়াল দিয়ে

আরো কিছু ঢেকে রাখি

সিলগালা ঠোঁটের আগুন,

নীরবতা যা জমে গিয়ে গিয়ে
দীর্ঘদিনের বারুদসম্ভার ...