মনের মধ্যেও একটা লুকনো বাঁশি থাকে, সবাই বাজাতে জানে না।
মৃত্যুর মত মোহময়ী সুর পায়ে পায়ে ফেরে।
হাতে হাত রেখে আয়ুরচনা করেছি
সম্পর্কের কত,কাঁঠালকাঠের বেঞ্চিতে
চায়ের কাপে সংযত ঠোঁটের ছোঁয়া
সেদিন গেছে আমাদের...


চন্দ্রাস্ত রাগ ভোরের  জোয়ারে, ভাঁটির টানে শূন্যতা
মানুষের এঁটোকাঁটার কঙ্কাল পড়ে আছে
নেমে যাওয়া জলস্তরে


চেয়ে চেয়ে দেখি,
অলৌকিক কিছুই না, সবই আস্থা।