ঝাঁকড়া পাহাড়গুলো যেন এক একটা ভিসুভিয়াস!
যুবতীর মিহিন মেখলা উড়িয়ে নিয়ে শান্ত হয় ঝড়ের বিকেল।


শব্দই ভ্রম আসলে-
দু-চারজন  মিলে যায় এমন, নৈঃশব্দেও  ক্লান্তি আসে না,
আত্মার ভাঁজে খইফুল ফোটে।


তোমার নাম লিখে লিখে কাগজে
অরিগ্যামির নৌকো ভাসাই,
আত্মার স্রোতে
মুখস্থ রবীন্দ্রনাথ,
দু'চার কলি গেয়ে দিই ইত্যবসরে।