ছেঁড়া অমনিবাসের তালিকা দীর্ঘ হয়। বয়স বাড়লে বেলাও দীর্ঘ হয়।
ছন্দপতন থেকেই
ধারাবাহিকতায় ছেদ পড়ে।
এ মন  বর্ষাতি আজ। বাইরেটা ভেজা নয় তবু মন ভিজে আছে,
আত্মঘাতী নীলে পেখম তুলে ময়ুরনাচের বাগান।


ইন্দ্রিয়ের সংসার জুড়ে অসংখ্য লাইলাক লতা।
প্রব্রজন কাল।
যাবার তো কথা নয় তবু যাই ভেসে ভেসে যেতে কার না মন চায়?
       ভাঙ্গনের শীর্ষ হতে হতে
                মোহময়  একদিন।