দুটি ফুল ফুটে উঠলেই নাকি অন্ধকার গেয়ে ওঠে
মৃত কাহারের গান,
আমাদের পাড়াগাঁ
         মূলত অভিমানী...


ছোট দেবতার থেকেও কোমল ধানের মুখ।


হলুদ শস্যের বোঁটার স্নেহরসে
  শিশুর ভিজে ভাতঘুম,
হিজলের পাতা ছাওয়া আধফোঁটা  কুঁড়িটি যেন
            আঁতুড় ঘরের মা...


আমায় ছুঁয়ে যাও ...