সবেতেই বিরোধ-
কোমলের সাথে কাঠিন্য মিলে গেলে,
প্রাপ্তি ও বিসর্জন নিয়ে চলে
ভাসানের ছেলেখেলা।


আখের খেত থেকে পালিয়ে বেড়ায় পাখি ও পিপাসা।
রক্ত ও রস চিনে নিতে সময় লাগছে, এতটাই স্লথজীবন!


অন্ধকারের প্রাণশক্তি এক ছটফটে জুনিপোকা,
বুঝতে বুঝতেই অনেকটা সময় লাগছে
শ্বাপদ ও সিংহের!


ফুঁপিয়ে কাঁদে অন্তরাত্মা-
স্পর্শের সংজ্ঞা ভুলতে নাছোড় অন্ধ
বদ্ধ কালা হতে রাজী নয় কোনোদিনও!
            
            .......................