ভরদুপুরে ডানাভাঙা যেসব
অসুখী ফড়িং  নলবনে
খুঁজে বেড়ায় জরাসন্ধের  অতীত আস্ফালন,  দ্বিখন্ডিত ইতিহাস!


ছিঁড়ে যাওয়া মানেই বিচ্ছেদ নয়--
প্রত্যেক স্মৃতির নিজস্ব রঙ, রজগন্ধ নিয়ে শব্দফুল আঁকা থাকে,
চিলেকোঠার নদীদরজায়।


কাদামাটির তাল ভেঙে আনাড়ি পুতুল পুতুল খেলা,
এ ভঙ্গুর আঙুলে কতবার যে ছুঁয়েছি তোমায়
ইচ্ছে করে না বয়ঃসন্ধির সে দিন ফিরে পেতে?