ভিক্ষেয় বেরোনো হাত কোনো অজ্ঞাত
শ্রমণের
যে পথে অলখ যাতায়াত


সেখানে দূষনহীন আলো বুদ্ধপূর্ণিমা রাতের, রমনীয়
আলোই
           বলে দেবে  
আনন্দ কতটা ক্ষমার স্পর্শে


হিংসা ভুলতে তাই ক্ষমা


ক্ষমা আসলে অঞ্জলি,কতিপয় অশ্রু নিয়ে হাতে
দু"ফোঁটা জীবন আকুতি
....