সবাই শূন্যতা লিখে
যদিও শূন্য বলে কিছু নেই একটা,  ফেনার
কাঁচুলি ধরে ঢেউয়ের বাড়ী ফেরা।


সবারই একটা লালচে থামওয়ালা বারান্দা থাকে
পশ্চিমা রোদের দিকে ঝুঁকে,


সান্ধ্য কার্নিশের ঠোঁটে মিনমিনে বেড়ালের কাম আর্তি
ঘুরে বেড়ায়  বাতাসে,


ইসকুলবেলার দিনের জ্বরটা ফিরে আসে ... ভারি তো নরম
সন্দেহের বশেই ভালোবেসে ফেলি তাকে চাঁদের বিপরীতে।