দোলের রঙ ফ্যাকাশে হয়ে এলে চৈতী বাতাস উঁকি দেয় সন্তর্পণে
শুকনো হাওয়ায় ঝরে যায়
অপুষ্ট আমের মুকুল।


ফনা তুলে আছ , আমি নত তেমনি...


তৃষ্ণাতুরের রক্ত  জমে লাল প্রবালে


জেতার জন্য শ্রেষ্ঠ এই সময়।
ঝড়ের বাতিল উড়ান পাড়ি শেষে মেঘ হয়
পাখি হয়  ঘর ... চৈত্রের,


সজনেফুলের সাথে নাগরালি ডাহুকডানার।