ওই খেজুর পাতা ঢেউ
ঝাউয়ের লজ্জা
দেখলে আমার কেমন সমুদ্র  পায়।
এইসব স্থির গাছপালা
স্বপ্নের মুখোশ তথা আবডাল
শেষ ট্রেন চলে যাওয়ার পর
নিঃস্ব লাগে কেন জানি
পোড়া মবিলের গন্ধ  শহরটাকে ছুঁতে পারে না
যতটা ছুঁতে পারে তোমায় আমায়।


জলে জঙ্গলে মিশে গেছি যারা, শেকড়ে পা জড়িয়ে আছে
অন্ধ গাছ
শহর আর ফেরাবে কি তাদের?