মধু'র পতন কত সোজা
অথচ
যেখানে পড়ছে  তৈরী হয়ে যাচ্ছে স্পাইরাল অজস্ব নক্সা
একই ফ্রেমে আলাদা আলাদা দৃশ্যের জন্ম হচ্ছে
কেউ দেখছে
ধারা
কেউ  কারুময় নক্সাজীবন
কেউ নিচ্ছে একরত্তি চামচে করে চেটে নেওয়ার সুখ।


মিঠাসবেলার সময়টাই এমন
বৃত্তাকারে ভেসে যায় ভাষার সর্পিল স্রোত
কারো কারো  কবিতা আসে তখন।
....