এখন মধ্যরাত-
                   রাত বারোটার কাঁটাটা ছুঁলেই
আরো একটা দিন চলে যায়
আয়ু থেকে,
      জীবন থেকে  ...বড় মায়া লাগে!


আত্মীয়তা  বলতে শুধু কি বোঝায় রক্তসম্পর্কের কেউ ?
আমরাই তো খালাসিবন্দরে জাহাজ ছাড়ার পোঁ বাজার আগে
   অত:পর একসাথে থাকতে থাকতে,  
                        ...থাকতে থাকতে
একের দুঃখ ,অন্যের  সুখের ভাগীদার হই--


এ আত্মীয়তা বর্ষাফুলের,
এ আত্মীয়তা মারীচবন,
তাড়িয়ে বেড়ায় শরীর জুড়ে
    মৃগ ও মায়াজমের  অলৌকিক বিবাদ-বিসম্বাদ।


    ................................।