অতঃপর
মৃতদের তারা হওয়া,
তারাদের নাবিক হওয়া হতাশার বন্দরে ...
জেনেছ কবিতার আসল রঙ কি?
যার নাম ক্ষয়ে যায় জলের আঘাতে, সে কি ঢেউ?
যে ঢাকা- চোখে অন্ধকারে বহুদুরবর্তী তারাদের রঙ জী র্ণ হয়ে যায়,
সে কি প্যারালার বিভ্রম?


জলের কাছে একা বসে থাকা সন্ধ্যার ঋণ,
ঋণাত্মক ভাবনাগুলো  জুড়ে যায় সাদাপাতার ক্যানভাসে ,
  কবিতা
         আসলে এক নিখুঁত প্রক্রিয়া,  
ভিনজন্মেও কবিকে জীবিত রাখা।