এতিমখানার বুকে সন্ধ্যা নামে।
এই শহরে গাছেদের সব জানি, সম্পর্কের কিছুই জানি নে।
মালসার ভিতর কেঁপে ওঠে অজাচারের ভ্রূণ ।


আবার এসেছি। বোহেমিয়ান কষ্ট চেপে রাখি
কি করে চেপে রাখি  বল তো? এক পুল শূ ন্য তা...


নাড়কেল নাড়ু হাতে ঘুরে বেড়ায় লক্ষ্মীছাড়া শৈশব ,
ডাইনিং টে্বিলে পড়ে আছে এঁটোকাঁটা
ডাষ্টবিন খুঁজে পায় অবশেষে।


সবটাই মেকি, একদিন পূর্বজ যারা
সবাইকে নিয়ে চলার কথা ভাবত, আজ তারাই বলে
   একা থাকার জন্য তৈরী হও।