গতি হারানো মানেই কি ঐতিহ্য,উজ্জ্বলতা হারানো?


কখনও কখনও মুখচোরা গৌণই মুখ্য  হয়ে পড়ে
বিপরীত দৌড় শুরু হতে পারে বিকেলের তর্জমায়...
কখনও সূর্যাস্তের সিলুয়েটে
গঁদারের ছায়াচিত্রের উন্মাদনার থেকে এ আর বেশী কী হতে পারে?


একসাথে হাঁটতে না পারা প্রতিদিনের ক্ষয়
জড়ো করা অধৈর্য পায়ের পাতায় সামলে নিতে হত দীর্ঘ যানজটে


গতি সামলে রাখাই ভালো,
হারানো এক এক পদক্ষেপ ফিরে আসে গোটা পৃথিবীর
বিস্তীর্ণ ট্রেডমিলে


...............