কিছু সবুজাভ মেঘের ঘুড়ি ভোঁ-কাট্টা হয় না, চিরন্তন থেকেই যায় বর্তুলাকার নীলে।


বাঁধের ওপাশে কিছু ফর্সা বক উড়ে গেলে সাদারঙ চেনা যায়।
পাথরের কলস থেকে জল গড়িয়ে খেয়ে উড়ে যায় দাঁড়কাক
পাখিদের মনস্ত্বত্ব বোঝে কে?
মানুষের ?


পেবল গলে গেলে কলসীর কানা বেয়ে জল নেমে যায় খোয়াই উপত্যকায়।
গুম্ফার আলো পথ দেখায়
নিরাশ্রয়কে ঘর