পোড়া জিভে জল আসে না ,  
আইসক্রিমের গোলাপী দাগে  ঠোঁটের নিজস্ব ভীরুতা
গলে যাওয়া আইসক্রিমের কাঠিগুলো নাড়াচাড়া করি।


একটা দীর্ঘ প্রতীক্ষার ফল জানি আসছে  খনির ভিতরের হীরামন
দ্যুতি নিয়ে  ,
লণ্ঠনের আলোয় কাঁপা-কাঁপা অস্পষ্ট সব অন্ধকার মনে হয় 'ক্ষমা'।


মোড়ের মাথায় একটা প্রশ্নচিহ্নের মত দাঁড়িয়ে থাকা  কিশোরী বকুলগাছ। তাকেও
ঢেকে দিয়েছে ছোঁড়ারা ফেস্টুনে,


ধর্ঘমট


এখানে অন্যভাবেও  হিংসা ছড়ায়
মনে হয় আমার শহরেও
তোমার উর্ধাঙ্গে যেদিন কাঁচপোকারা গেঁথে গেল বখাটে যন্ত্রণা ।