১)
হয়তো এভাবেই
কুলকুচিতে ছুঁড়ে দেওয়া জল দ্রুত ছড়ায়, তত দ্রুত মরে যায় মাটিতে
আর বৃক্ষসমীপে
কিছু পাতা
নির্জন হারাকিরিতে
আমিও বসে আছি
জাফরির ভেতর..অন্ধকারও লুকিয়ে রাখতে চায় না
আমার হৃদয়


নুমাইশ নরম জড় করে গুচ্ছের গোলাপ ...
প্রথম ফুটলো গাছের গায়ে


২)
আকাশপ্রদীপ জ্বলছে বহিরঙ্গে শোক,
অন্তরঙ্গে আশার আলো নিয়ে


বিন্দু বিন্দু শহর ভাসবে  আলোতে
দীপাবলী উপলক্ষ্যে তাই, এ পাহাড়,ও পাহাড় জুড়ে
নকল শীতসন্ধ্যা।দস্তানায় পোষ মানায়
দুরত্ব যা অসুখের সৃষ্টি


কত আর  চলবে উৎসব এড়িয়ে মাড়িয়ে ।