চিবুক জ্বলে যায় তাপে..এতদিন ভাবা হত শিবরাত্রির সলতেটুকুই যথেষ্ট
তাপিত হতে


যে যায়
যে আসে
অবাধ পথের অনুভূতিদেশে
শাখা-প্রশাখার গার্হস্থ্যে
অন্ধকারাচ্ছন্ন কুঠুরি
তাকে যথেষ্ট পরিমাণ আলো দিতে
না আছে সাহস
না আছে সামর্থ্য
শক্তিহীনের বাজ
যার ডানায় না আছে ছন্দ না আছে তাল


..................