ক্রমে
হাওয়ার বদলও চেনা হয়ে যায়।


ঘামের ফোঁটায় বর্ধিত তাপমাত্রা
তেষ্টা পেলে তেষ্টা মেটায় এমন জল কোথায়?


জল আছে পাখির পালকে
আর চিঠিতে
যে চিঠি পড়ে আছে
অবসর নেওয়া পিওনের ব্যাগে


হৃদয় মধ্যে পড়ে আছে অবোধ শ্রাবণ
ঘরের ভেতর ঘরের কথা,বড্ড বেশি গোপন!