তেজী ঘোড়ার মত বৃষ্টি, ছুঁয়ে থাকি আলিঙ্গনের মত ,
বাতাসে উড়ছে রেণু রেণু , কিসব ফিস্‌ফাস!


কিছুটা হলেও ভেসে যায় আমিত্বের উত্তরীয়
নিজেকেই প্রতিপক্ষ ভাবি যখন,
জুঁইপথ নক্সা আঁকা হাজারটা পিকো করা তারাফুল
এটুকুই আলো, শরীর নিভিয়ে
দীর্ঘশ্বাসগুলোকে ছুটি দিয়েছি অপয়া রাতের,
শেকলে বাঁধা কংক্রিটের পদবির দায় এড়াতে
বর্ণমালার সাথে সন্ধি করি
প্রত্নক্ষত তালুতে,


বৃষ্টির শেষে পাথরস্বভাব কোথায় গড়িয়ে যায় কে জানে!
সামান্য ভুলেই কর্ণের চাকা বসে যাওয়া...।